জুলফিকার জাহেদীর কথা ও সুরে, মীর মাসুমের সঙ্গীতায়োজনে নির্মিত এই মিউজিক ভিডিওর মূল চরিত্রে অভিনয় করেছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশের প্রথম রানার আপ জাহারা মিতু।<br />‘ঘুম ভাঙ্গে ভাঙ্গা কাচে/ভাঙ্গা বুকে স্বপ্ন নাচে/খোদা দিলো, খোদা নিলো, জলন্ত জখম দুচোখে তার/স্বপ্ন ভেঙ্গে চুরমার’<br /><br />Song: Shopno Venge Churmar<br />Singer: Reshmi Mirza & Meer Masum<br />Lyricist: Zulfikar Zahedi<br />Composer: Meer Masum<br />Audio: Gayenbari<br />Starting: Zahara Mitu<br />Casting: Shadman Afsar Khan, Nishita Nowrin, Addrian Zahedi & Samia Habib<br />DOP: Kawsar Ahmed<br />Direction: Zulfikar Zahedi<br />Media Partner: Somoy TV<br />Radio Partner: Radio Capital 94.8<br /><br />‘স্বপ্ন ভেঙ্গে চুরমার’<br />কথা : জুলফিকার জাহেদী<br />কম্পোজ: মির মাসুম<br />অডিও: গায়েনবাড়ি<br />শিল্পী: রেশমী মির্জা ও মির মাসুম<br />মডেল: জাহারা মিতু<br />অভিনয়: সামিয়া হাবিব, আফসার খান, সাদমান ও আদ্রিয়ান<br /><br />পাওয়ার ভয়েস খ্যাত সংগীতশিল্পী রেশমি মির্জা। সংগীতনির্ভর রিয়েলিটি শো ‘পাওয়ার ভয়েস’ প্রতিযোগিতায় সেরা দশে ছিলেন তিনি। এরপর ‘রেশমি ও মাটি’ নামে একটি ব্যান্ডদল তৈরি করেন তিনি। বর্তমানে মিউজিক ভিডিও, স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন<br />গান প্রসঙ্গে রেশমি বলেন, ‘লোকগান করলেও আধুনিক গানের প্রতিও আলাদা একটা টান আছে। জুলফিকার ভাইয়ের গানটি শোনার পরই মনে ধরে যায়। আধুনিক হলেও কথা-সুর-সংগীতায়োজনের ক্ষেত্রে তারা আমার কণ্ঠের বিষয়টি মাথায় রেখেছেন। গাওয়ার অভিজ্ঞতাও চমৎকার। ঘণ্টা দেড়েকের মধ্যে পুরো ভয়েস দিয়েছি।সব মিলিয়ে ভালো একটা কাজ দাঁড়িয়েছে।